খালেদার কিছু হলে সরকারকে দায় নিতে হবে: আমীর খসরু
ডেস্ক নিউজ:
খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে রোডমার্চের প্রস্তুতি সভায় তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, সরকারের অমানবিক আচরণের কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে। বেগম জিয়ার বর্তমান অসুস্থতা এবং জেলে যাবার পেছনে যারা যুক্ত, তাঁদের হিসাব দিতে হবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, সরকার পতনের একদফা দাবিতে বিএনপির রোড মার্চে লাখ লাখ মানুষ অংশ নিয়ে সরকারকে ক্ষমতা ছাড়ার বার্তা দিয়েছে। জনদাবি না মানলে ১৫ দিনের কর্মসূচির পর আন্দোলনের সুনামিতে এই সরকার ভেসে যাবে।
এর আগে দীর্ঘ ৫ বছর পর বিভেদ ভুলে এক মঞ্চে ওঠেন আব্দুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। আগামী ৩ অক্টোবর একদফা দাবি আদায়ে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ কর্মসূচি পালন করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে সভা শেষে নাসিমন ভবনের সামনে দক্ষিণ জেলা বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় অন্তত ৭ জন আহত হন।