বালুর কণার সমান ক্যামেরা, ধরা পড়বে সব
প্রযুক্তি ডেস্ক:
একটা সময় ক্যামেরা এত বড় ছিল, বহন করতে লাগতো বিশেষ মেশিন। এরপর ওজন কমতে শুরু করে। এখন হাতেই ক্যামেরা নিয়ে ঘুরতে পারেন সবাই। মোবাইলেই ক্যামেরা বসানো থাকে।
তবে এখনো এমন অনেক জায়গা আসে যেখানে পৌঁছাতে পারে না এসব ক্যামেরা। সেই তাগিদেই এবার এমন এক ক্যামেরা বানানো হলো, যা বালুর কণার সমান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নতুন এই ডিভাইসের নাম ‘ওভ৬৯৪৮’। এর সাইজ .৫৭৫ মিলিমিটার বাই .৫৭৫ মিলিমিটার। হাতের আঙ্গুলের ডগায় রাখলেও দেখা যাবে না এটি। গিনেসে বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরার তকমা পেয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওমনিভিশনের ওভ৬৯৪৮।
মানবদেহের এমন অনেক জায়গা রয়েছে, যেখানে ক্যামেরা পৌঁছানো যায় না। এ কারণে চিকিৎসা করানোও কঠিন হয়ে পড়েছে। অস্ত্রোপচারে নতুন এই ক্যামেরা ব্যবহার করা যাবে। মেডিকেল মার্কেটের ডিমান্ড থেকেই এটি বাজারজাত করার পরিকল্পনা করছে ওমনিভিশন।