ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি নেওয়ায় দুই প্রতিষ্ঠান বন্ধ
ডেস্ক নিউজ:
অনুমোদন না থাকা এবং ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি নেওয়ার দায়ে রাজধানীর ভাটারায় দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল এই অভিযান চালায়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভাটারা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব চালানোর কোনো অনুমোদন নেই। ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ৪০০ টাকার জায়গায় তারা রোগীর কাছ থেকে ৫০০ টাকা নিতো। এছাড়া, ভাটারা ডায়াবেটিক সেন্টারেরও কোনো অনুমোদন নেই। ল্যাব না থাকলেও নানা পরীক্ষা-নিরীক্ষার নমুনা সংগ্রহ করতো তারা। পরে দুটি প্রতিষ্ঠানই বন্ধ করে দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. বিল্লাল হোসেন বলেন, এখানে তারা অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করছে। সরকারের কোনো নির্দেশনা এখানে মানা হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের যে রেট দেওয়া হয়েছে বেসরকারি হাসপাতালের জন্য সেটাও তারা মানছে না। এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অবৈধ।