কামাননগরে ভুল চিকিৎসায় গরু মৃত্যুর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :
ভুল চিকিৎসায় গরু মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার সকাল ১২ টার সময় সাতক্ষীরা পৌরসভার কামান নগরে ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার কামাননগর গ্রামের শাহিনুর রহমানের একটি বকনা গরু অসুস্থ হলে সাতক্ষীরা সদর পশু হাসপাতালের ভেটেনারি সার্জন ডাক্তার তাহমিদ হাসান ইমতিয়াজকে গরুর চিকিৎসা করার জন্য ডেকে বাড়িতে নিয়ে যান। গরু চিকিৎসা করার জন্য তাহমিদ হাসান গরুর চার পায়ে দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে পেটে চাপাচাপি করার পর গরুর নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গরু কেন মারা গেল জিজ্ঞাসা করার পরপরই তড়িঘড়ি করে ডাক্তার ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী শাহিনুর রহমান জানান, ‘ আইনগত ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরা সদর থানায় আমি একটি অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলার ভেটেনারি সার্জন তাহমিদ হাসান ইমতিয়াজের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি ফোনটি কেটে দেন।
সাতক্ষীরা সদর থানার অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদের কাছে এ বিষয়ে জানতে চাইলে ‘জরুরী কল আসছে’ বলে ফোনটি কেটে দেন।
Please follow and like us: