এইচএসসিতে নকল করায় ১৪ পরীক্ষার্থী বহিষ্কার ও ২ শিক্ষককে অব্যাহতি
ডেস্ক নিউজ:
রাজবাড়ীর পাংশায় এইচএসসি পরীক্ষায় নকল করার ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছেন। সেই সাথে দায়িত্বে অবহেলায় জন্য ২ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে পাংশা আইডিয়াল গালর্স কলেজ কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলার সময় তাদের বহিষ্কার করা হয়।
পরীক্ষার কেন্দ্রসচিব মো. আব্দুল মান্নান জানান, বহিষ্কার পরীক্ষার্থীদের মধ্যে ৬ জন কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী। এছাড়া ৬ জন পাংশার কসবামাজাইলের আলহাজ্ব আমজাদ হোসেন ডিগ্রি কলেজের এবং ২ জন কালুখালীর মাজবাড়ী জাহানারা বেগম কলেজের শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী বলেন, ‘সকালে পাংশা আইডিয়াল গালর্স কলেজ কেন্দ্রে পরিদর্শনে গেলে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বন করায় ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে একজনের কাছে নকলের পাশাপাশি মোবাইল পাওয়া যায়। এছাড়া কক্ষে দায়িত্বে অবহেলার জন্য পাংশার কলিমহর জহুরুন্নেছা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রভাষক স্বপন কুমার মণ্ডল এবং পাংশা আইডিয়াল গার্লস কলেজে প্রভাষক তাসলিমা খানমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।’