ঢাকায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
ডেস্ক নিউজ:
রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণাগারের কর্মকর্তা রোবায়েত কবীর এই তথ্য ইনডিপেনডেন্ট টেলিভিশনকে নিশ্চিত করেছেন।
রোবায়েত কবীর জানান, আজ রোববার বেলা ১২টা ৫০ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের সখিপুরে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ২। ঢাকা থেকে ৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পটির ধরন ছিল হালকা।
এই ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে রাজধানীসহ সারাদেশে গত ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৩১ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫।
Please follow and like us: