কালিগঞ্জে পুষকৃত বাগদা চিংড়ি বিনষ্ট ,এক যুবকের জেল
নিজস্ব প্রতিনিধি:
মৎস্য বিভাগের বিশেষ অভিযানে পুশকৃত ৫০ কেজি বাগদা চিংড়ি আগুনে পুড়িয়ে ও গাড়ির চাকায় পৃষ্ঠ করে বিনষ্ট করা হয়েছে। এ সময় আটককৃত মুন্না হোসেন (২০) নামের এক যুবকের ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহাহার আলী।
সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বাতুয়াডাঙ্গা গ্রামের মুন্না হোসেনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
সাজাপ্রাপ্ত আসামীর বাড়ি কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বাতুয়ারডাঙা গ্রামে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাতুয়াডাঙ্গা গ্রামের মুন্নার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা মেলায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় কে জানালে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মুন্না হোসেন নামের ওই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং পুশকৃত ৫০ কেজি বাগদা চিংড়ি আগুনে পুড়িয়ে এবং গাড়ির শাখায় পৃষ্ঠা করে বিনষ্ট করা হয়।#
Please follow and like us: