নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে বাসের ধাক্কা, আহত ২০
অনলাইন ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে ২০ জন আহত হয়েছেন। এরমধ্যে ১৫ জনকে বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ি সড়কের বেচার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. আবদুল হালিম বলেন, ঢাকা থেকে আসা দুটি বাস প্রতিযোগিতা করে একটা আরেকটাকে ওভারটেক করতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। লাল সবুজ পরিবহনের বাস ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে। আমি নারী শিশুসহ অসংখ্য যাত্রীকে বাস থেকে বের করি। ট্রাক্টরের যাত্রীগুলো রাস্তায় পড়েছিল। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বেগমগঞ্জের চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের মো. মোজাম্মেল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা এখানে এসেছি। মূলত বিদ্যুতের খুঁটিতে লাল সবুজ পরিবহন বাসের ধাক্কা লাগায় ট্রান্সফরমার পড়ে যায়। ফলে আগুন ধরে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, বেগমগঞ্জ-সোনাইমুড়ি সড়কে ঢাকা থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী লাল সবুজ ও হিমাচল নামে দ্রুতগতির দুটি বাস একটি অন্যটিকে অতিক্রম করছিল। এ সময় লাল সবুজ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায় এবং তাৎক্ষণিক বৈদ্যুতিক তার ছিড়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।