পথচারীকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিলেন মোটরসাইকেল চালক
অনলাইন ডেস্ক:
মাগুরার মোহাম্মদপুর উপজেলায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মো. সোহাগ (৪০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ পার্শ্ববর্তী ম্যাক্সিমাইল গ্রামের গোলাম রসুলের ছেলে। তিনি স্থানীয় বিনোদপুর বাজারে পুরাতন লোহার ব্যবসা করতেন।
পুলিশ জানায়, সোহাগের স্ত্রী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে বাড়ি থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে মোহাম্মদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন সোহাগ। এ সময় রাস্তা পারাপারের সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি কাঁঠাল গাছকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান সোহাগ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Please follow and like us: