খুলনায় ৬০০ লিটার ভেজাল মধু উদ্ধার
অনলাইন ডেস্ক:
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৬০০ লিটার ভেজাল মধু উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ভেজাল মধু তৈরির কারিগর আব্দুল্লাহ আল মামুনকে ২৫ হাজার টাকা জরিমানা এবং ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আব্দুল্লাহ আল মামুন মহানগরীর খালিশপুরের কাশিপুর বাইতিপাড়ার এনাম হোসেনের ছেলে।
মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম খালিশপুর থানাধীন উত্তর কাশিপুর কবরখানা রোডস্থ হোল্ডিং নং-০৪/১১ খোকা মিয়ার চারতলা বাড়ির নিচতলার গ্যারেজের মধ্যে অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২২টি জারিকেনে অনুমান ৫৮২ লিটার এবং ১৮টি প্লাস্টিকের এক লিটারের বোতলে রাখা ১৮ লিটার ভেজাল মধু উদ্ধার করা হয়।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম বলেন, আব্দুল্লাহ আল মামুন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীর্ঘদিন ধরে ভেজাল মধু বাজারজাত করে আসছেন। মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা এবং বিএসটিআই, খুলনার প্রতিনিধির সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অননুমোদিত বিএসটিআই মানচিহ্ন ব্যবহারের জন্য বিএসটিআই আইন-২০১৮, ধারা-১৫(১) এর ২৭ মূলে মামুনকে ২৫ হাজার টাকা জরিমানা এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।