দেড়শ যাত্রীসহ শস্যখেতে রুশ বিমান
অনলাইন ডেস্ক:
দেড়শর বেশি যাত্রীসহ রাশিয়ার ইউরাল এয়ারলাইন্সের একটি বিমান পশ্চিম সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলে জরুরি অবতরণ করেছে।
রুশ কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার বেশ কয়েকটি দেশের কয়েকটি গণমাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়। তবে তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণের কারণ জানা যায়নি। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মস্কো টাইমস জানিয়েছে, ১৬৭ জন আরোহী নিয়ে সোচির ব্ল্যাক সি রিসোর্ট থেকে সাইবেরিয়ান শহর ওমস্কে যাচ্ছিল ইউরাল এয়ারলাইন্সের বিমানটি। তবে আরেক রুশ সংবাদমাধ্যম তাস বলছে, বিমানটিতে ১৫৬ জন যাত্রী ছিলেন।
আবার রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, বিমানটিতে ১৫৯ জন যাত্রী ছিলেন। বিমানের ক্রুদের তথ্যমতে বিমানটিতে ১৫৯ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য রয়েছেন।
এদিকে এ বিমানের জরুরি অবতরণের বিষয়ে বিমান ট্রাফিক নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্ত কমিটি, যা বড় বড় অপরাধের তদন্ত করে থাকে। বিমান সংস্থা।