বেনাপোলে পৃথক দু’টি অভিযানে ২০৯ বোতল ফেনসিডিল সহ ১জন আটক
আঃজলিল, স্টাফ রিপোর্টার:—
যশোরের বেনাপোলে পৃথক দু’টি অভিযানে ২০৯ বোতল ফেনসিডিলসহ জাকির হোসেন (২৫) নামে এক মাদক কারবারী আটক হয়েছে।
সোমবার (১১ই সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে বেনাপোল ছোটআচড়া নতুন থানা ভবনের সামনে থেকে জাকিরকে ৫৯ বোতল সহ আটক করেন বেনাপোল পোর্ট থানা পুলিশ। সে বেনাপোল খড়িডাঙ্গা গ্রামের জিল্লুর রহমানের ছেলে।অন্যদিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ একই দিনে রাত বারোটার দিকে বেনাপোল ২২ নম্বর সেডের নিকটে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া বলেন, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us: