খালি পায়ে হাঁটু গেড়ে শেখ হাসিনার সঙ্গে কথোপকথনে ঋষি সুনাক, ছবি ভাইরাল
অনলাইন ডেস্ক:
ভারতের নয়াদিল্লিতে দুদিনব্যাপী জি-২০ সম্মেলন ছিল। এ সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ভারতে এসেছিলেন। ফলে ভারত বিশ্ববাসীর নজরে ছিল। সেখানে কী ঘটছে, তা প্রতিমুহূর্তেই ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তোলা সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এবার একই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নতুন একটি ছবি ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, একটি সোফায় বসে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পাশে খালি পায়ে একটি হাঁটু মাটিতে গেড়ে বসে আছেন ঋষি সুনাক। সেভাবেই তিনি হাসিনার সঙ্গে কথা বলছেন।
সেখানে আরও অনেক বিদেশি অতিথি উপস্থিত ছিলেন। তাদের মাঝেই দুই রাষ্ট্রনেতাকে হাসতে হাসতে কথা বলতে দেখা যায়। আর এই ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে ঋষি প্রশংসায় পঞ্চমুখ হন।
অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বলছেন, ঋষির কোনো অহংকার নেই। আবার অনেকেই এ মুহূর্তটিকে ‘মিষ্টি’ বলে আখ্যায়িত করছেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা এবং অটিজমবিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ শনিবার নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন। তাদের কথোপকথনের কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, সায়মা ওয়াজেদ অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে কাজ করেন শুনে জো বাইডেন অনেক প্রশংসা করেছেন।