ছেলের মুখে ভাতের অনুষ্ঠানে প্রাণ গেল বাবার
নিউজ ডেস্কঃ
শুক্রবার ছোট ছেলে রহমতউল্লাহর মুখে ভাতের ধুমধাম আয়োজন করেন বাবা লিটন। সকাল থেকে বাড়িতে আসতে থাকেন আত্মীয়-স্বজনরা। বাড়িতে বাজচ্ছিল সাউন্ড বক্স। দুপুরে হটাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে বক্সের গান থেমে যায়। ঘরে গিয়ে সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে পরে ফরিদপুর নেয়ার পথে মারা লিটন শেখ। মুহূর্তেই বিষাদে পরিণত হয় আনন্দ উৎসব।
ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় মুচকুরনী গ্রামে।
জানা যায়, শুক্রবার ছেলের মুখে ভাতের ধুমধাম অনুষ্ঠান আয়োজন করে বাবা লিটন। সকাল থেকে বাড়িতে আসতে থাকে আত্মীয়-স্বজনরা। বাড়িতে বাজচ্ছিল সাউন্ড বক্স। দুপুরে হটাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে বক্সের গান থেমে যায়। ঘরে গিয়ে সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতাল পরে ফরিদপুর নেয়ার পথে মারা যান লিটন শেখ। মুহূর্তেই বিষাদে পরিণত হয় আনন্দ উৎসব।
মৃতের বড় ভাই বাবুল মিয়া জানান, শুক্রবার ভালো দিন হওয়ায় লিটন পরিবার থেকে তার ছোট ছেলের মুখে ভাতের অনুষ্ঠানের আয়োজন করে। সকাল থেকে বাড়িতে আসতে থাকেন আত্মীয়-স্বজনরা।
তিনি আরো বলেন, অনুষ্ঠান করতে গিয়ে আমি ভাই হারালাম। ছোট শিশু রহমতউল্লাহ তার বাবা হারালো। এতে বাড়িতে নেমে আসে শোকের ছায়া।