সাতক্ষীরায় ভ্যানে মিলল দেড় কোটি টাকার স্বর্ণ, যুবক আটক
অনলাইন ডেস্ক:
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত এলাকায় ভ্যান থেকে দেড় কেজি ওজনের ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দ করা ওই স্বর্ণের বারের মূল্য এক কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে করারোয়া উপজেলার তলুইগাছা বিওপি’র এলাকাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি হতে ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরাগাছী এলাকা থেকে স্বর্ণসহ ওই যুবককে আটক করা হয়।
আটক জাহাঙ্গীর হোসেন কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে জাহাঙ্গীর হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করে বিজিবি। তিনি বেলা সাড়ে ১২টার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যানগাড়িতে সীমান্তে যাচ্ছিলেন। পরে ওই ভ্যান তল্লাশি করে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের ওজন এক কেজি ৬৩২ গ্রাম ৯৬০ মিলি গ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা।
এ ঘটনায় আটক যুবককে কলারোয়া থানায় সোপর্দ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
Please follow and like us: