তালায় খাদ্য সংকটে ভুগছে সুভাষিনী হাজী মেরুল্লাহ এতিমখানা
জহর হাসান সাগর:
সাতক্ষীরা তালা উপজেলার সুভাষিনী হাজী মেরুল্লাহ সিনিয়র মাদ্রাসা লিল্লহ বোডিং ও এতিমখানার ছাত্র দের অর্ধাহারে চলছে তাদের জীবনযাপন।
সরেজমিনে দেখা গেছে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত”সুভাষিনী হাজী মেরুল্লাহ সিনিয়র মাদ্রাসা লিল্লহ বোডিং ও এতিমখানা রেজিঃ নং সাত ৭৩/৮৯ নিবাসীর সংখ্যা-৫০ গ্রন্টপ্রাপ্ত। এখানে নিয়োমিত ৬০ জন ছাত্র আছে। সমাজ সেবা থেকে বরাদ্দ ক্যাপিটেশন ২৫ জনের,তাহলে বাকী ৩৫ জনের খাবার কোথায় পাবেন কমিটি, খাবেন কি তারা, হাজার উন্নয়নের ভীড়ে হারিয়ে যাচ্ছে সমাজের অবহেলিত এতিমরা। সরকার বাহাদুর থেকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে কোটি কোটি টাকা এতিমদের জন্য বরাদ্দ থাকলেও এখানে কেন এতিমরা অনাহারে থাকবে তা নিয়ে চলছে বিভিন্ন মহলে নানান গুঞ্জন।
এতিমখানা সাধারণ সম্পাদকের ক্যাপিটেশন বাড়ানোর দাবির দরখাস্ত ইউএনও এর সুপারিশ ছাড়া গ্রহন করেনি তালার সমাজ সেবা অফিসার। সুপারিশ করতে জমা দেওয়া হয়েছে একটি দরখাস্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। কবে নাগাদ হবে সুপারিশ তা এখনো জানা যাচ্ছে না।
এই এতিমখানার কয়েকজন এতিম বাচ্চাদের সাথে কথা বলে জানা গেল তাদের পাঠদান ও দেখভালের যথেষ্ট সুযোগ-সুবিধা এখানে আছে। কিন্তু খাদ্য সংকটের কারণে তারা খুব দূর অবস্থার ভিতরে আছে।
এতিমখানা সাধারণ সম্পাদক মইনুদ্দিন সিদ্দিকীর জানান ৬০ জন এতিম বাচ্চা থাকে , কিন্তু ২৫ জন এতিম বাচ্চার জন্য সরকার বাহাদুর থেকে বরাদ্দ আছে,বাকি ৩৫ জন বাচ্চাদের খাওয়ানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তিনি অনতিবিলম্বে এই এতিমখানায় ক্যাপিটেশন বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তালা উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমীন সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি তার ফোন টি বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন জানান তিনি অফিসে ছিলেন না । এ বিষয়ে এখন সংবাদ কর্মী মারফত অবগত হয়েছেন। তবে তিনি অফিসে এমন আবেদন থাকলে আবেদনের প্রেক্ষিতে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন
Please follow and like us: