আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার -৪
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে এসআই বিজন কুমার সরকার, এসআই ইমরান হোসেন, এএসআই মোঃ আব্দুল জব্বার, এএসআই মোঃ মোজাফ্ফর অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ বাইনতলা গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের পুত্র মোঃ রাসেল হোসেনকে, পারিশামারী এলাকা হতে হাতেনাতে গ্রেফতার করেন। এব্যাপারে থানায় নিয়মিত মামলা ১২(৯)২৩ রুজু করা হয়রছে, জিআর পরোয়ানা-১৩২/১৬ এর আসামী সরাফপুর গ্রামের রজব আলী সরদারের পুত্র মোঃ জাকির হেসেন ও জাকারিয়া এবং নিয়মিত মামলা ৭(৯)২৩ এর আসামী একসরা গ্রামের শামসুর মালির পুত্র আশরাফুল মালিকে , ১৭(৭)২৩ নং মমলার আসামী ফকরাবাদ গ্রামের গোবিন্দ গাইনকে গ্রেফতার করেন।
Please follow and like us: