দেবহাটায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পরিদর্শনে ডা. রুহুল হক এমপি
Post Views:
৬৪৫
স্টাফ রিপোর্টার:
দেবহাটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পরিদর্শন করেছেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। শুক্রবার সকাল থেকে উপজেলার গাজীরহাট ভারত সেবাশ্রম সঙ্ঘ (প্রণবমঠ) এবং টিকেট মন্দিরে জন্মাষ্টমীর উৎসব পরিদর্শনে গিয়ে ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। এসময় দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ ঘোষ, এমপি’র ব্যক্তিগত সহকারি শাহিন বিশ্বাস, জেলা আ’লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।