হারের দায় যাদের ওপর চাপালেন সাকিব
স্পোর্টস ডেস্ক:
হার দিয়ে এশিয়া কাপের সুপার ফোরের মিশন শুরু করেছে বাংলাদেশ দল। মূলত প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে টাইগারদের। ফলে হারের তেতো স্বাদ পেতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। হারের পর সেই বিষয়টি অকপটে স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করে ৩৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৬৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাবর আজমের দল।
টাইগারদের এমন ম্যাচ হারের দায় শুরুতে বাজে ব্যাটিংকে দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি দলের পুরো ব্যাটিং ইউনিটকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।
সাকিব বলেন, ‘আমরা শুরুতে পিছিয়ে পড়েছিলাম। তবে তারা (পাকিস্তান) সত্যিই ভালো বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ শট খেলেছি। এরকম উইকেটে আমাদের প্রথম ১০ ওভারে চার উইকেট হারানো উচিত হয়নি। এরপর আমাদের খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল। সেটা আরো ৭-৮ ওভার চালিয়ে যাওয়া উচিত ছিল।’
টাইগার দলপতি বলেন, ‘আমি আউট হওয়ার পর আর কোনো পার্টনারশিপ হয়নি। এ ধরনের উইকেটে এটা খুব খারাপ ব্যাটিং বলা যায়। পাকিস্তান এখন এক নম্বর দল, তাদের দলে তিনজন বিশ্বসেরা বোলার আছে। তারা ভালো করতে পারায় কাজটা সহজ হয়ে যায় ব্যাটারদের। তবে আমরা আমাদের বোলিং বিভাগে ভালো করছি।’
আগামী ৯ সেপ্টেম্বর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখতে হলে সেই ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই।