‘আমাদের দল পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে’
অনলাইন ডেস্ক:
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ দল। এ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি হয়েছে টাইগারদের। তবে দল পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর টাইগারদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসে নিক পোথাস। পোথাসের ভাষ্যে, আমরা নিজেদের জন্য সঠিক সমন্বয় খুঁজে বের করার চেষ্টা করছি।
টাইগারদের দক্ষিণ আফ্রিকান কোচ বলেন, ‘আমরা যেটার দিকে মুখিয়ে আছি সেটা হচ্ছে ধারাবাহিকতা। আমরা ক্যান্ডিতে ভালো ব্যাট করিনি, আবার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খুব ভালো ব্যাট করেছি। আজ রাতে (বুধবার) আবার প্রয়োগ করতে পারিনি ব্যাটিংয়ে। আমাদের দলটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের কিছু ধারাবাহিকতা দরকার, এটাই আপাতত লক্ষ্য।’
বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৩৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৬৩ বল ও ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
Please follow and like us: