তালায় বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলায় বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। বুধবার (৬সেপ্টেম্বর) তালা ও পাটকেলঘাটায় শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী পালন করা হয়।
তালা উপজেলা শ্রীকৃঞ্চের জম্ম জয়ন্তী উদযাপন পরিষদ ও গোপালপুর সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটি শোভাযাত্রার আয়োজন করেন। এসময় প্রধান অতিথি হয়ে শোভাযাত্রা অংশ নেয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোমিনুল ইসলাম,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো: রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর মহাসীন হোসেন প্রমূখ।
অন্যদিকে পাটকেলঘাটায় পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আ”লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান,পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক গোবিন্দ সাধু,কোষাধাক্ষ দেবদাস রায়,প্রচার সম্পাদক গৌতম কর্মকার সদস্য বিশ্বাজিৎ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে পাটকেলঘাটা কালিবাড়ি থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বাজারের সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় কালিবাড়ি ফিরে আসে। এরপরে ধর্মীয় আলোচনা এবং প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
এসময় প্রধান অতিথি শেখ নুরুল ইসলাম বলেন,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মানুষই। সকলকে নিয়ে অসাম্প্রদায়িক চেতনার উপর সমৃদ্ধ এক দেশ গড়ার আহ্বান জানান তিনি।