এনটিভি’র জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম জুলফিকার আলী জিন্নাহ
নিজস্ব প্রতিবেদক:
দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এম জুলফিকার আলী জিন্নাহ।
তিনি ইতিপূর্বে আইপি টিভি চ্যানেল সিক্স ও দৈনিক সাতক্ষীরার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। একজন চিত্রশিল্পী এবং উপস্থাপক হিসেবেও তিনি সুপরিচিত।
এস এম জুলফিকার আলী জিন্নাহ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে কৃতিত্বের সাথে এস এস সি এবং ১৯৯৯ সালে সাতক্ষীরা সরকারি কলেজে থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা কলেজ ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে প্রথম শ্রেণীতে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে ছবি এঁকে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় রাষ্ট্রপতি স্বর্ণপদক জয়লাভ করেন।
২০১৩ সালে এটিএন মিডিয়া ইনস্টিটিউট, ঢাকা থেকে নিউজ প্রেজেন্টেশন এণ্ড রিপোর্টিং বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। ২০০৬ সালে ব্রিটিশ কাউন্সিল থেকে ইংরেজি ভাষার উপর উচ্চতর কোর্স সম্পন্ন করে দীর্ঘদিন তিনি দীপালোক একাডেমি সাতক্ষীরার স্পোকেন ইংলিশ ও ছবি আঁকা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
২০১৫ সালে তিনি বুঝতলা ইউনাইটেড হাইস্কুলের (কলারোয়া) সহকারী শিক্ষক (ইংরেজি) ও দেবহাটার বিশ্ববাংলা বিদ্যাপীঠে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি সাতক্ষীরা সদর মধ্য কাটিয়ায় নিজস্ব ভবন ছায়াবিথীতে স্বপরিবারে বসবাস করেন। তার বাবা মোঃ আব্দুর রহমান সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক এবং মাতা আকলিমা খাতুন একজন গৃহিণী। তার মামা শামীম পারভেজ বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও চাচাশ্বশুর সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন।
উদ্ভাবনী সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে
তিনি জ্যেষ্ঠ সাংবাদিক, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, পুলিশ-প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।