তেল উৎপাদন-রপ্তানি হ্রাস অব্যাহতের ঘোষণা দিল রিয়াদ-মস্কো
অনলাইন ডেস্ক:
সৌদি আরব ও রাশিয়া চলতি বছরের শেষ পর্যন্ত স্বেচ্ছায় দৈনিক তেল উৎপাদন ও রপ্তানি হ্রাসের সিদ্ধান্ত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। মঙ্গলবারের এ ঘোষণায় হালকা অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম ১০ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার আশঙ্কা তৈরি হয়েছে।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জুলাই মাসে প্রথম কার্যকর হওয়া প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদনের সৌদি সিদ্ধান্ত ‘আরো তিন মাস, অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত’ অব্যাহত থাকবে।
অন্যদিকে একই সময়ের জন্য রাশিয়া দৈনিক তিন লাখ ব্যারেল তেল কম রপ্তানির সিদ্ধান্ত অব্যাহত রাখবে বলে দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক একটি পৃথক বিবৃতিতে বলেছেন।
একতরফা সৌদি হ্রাসের সিদ্ধান্তের আগে এপ্রিল মাসে বেশ কয়েকটি ওপেক প্লাস সদস্য স্বেচ্ছায় দৈনিক এক মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। আশ্চর্যজনক ওই পদক্ষেপ সংক্ষিপ্তভাবে দামকে চাপে ফেলে, কিন্তু দীর্ঘস্থায়ী পুনরুদ্ধার আনতে ব্যর্থ হয়। গত অক্টোবরে ওপেক প্লাস দৈনিক দুই মিলিয়ন ব্যারেল উৎপাদন কমাতে সম্মত হয়।