আশাশুনি প্রেসক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মত বিনিময়
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজীৎ কুমার অধিকারী। মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি বিগত দিনে আশাশুনিতে থাকার কারণে এখানকার সব কিছু আমার জানা রয়েছে। বিগত দিনে আপনাদের সাথে আমার সুসম্পর্ক ছিলো আগামীতেও থাকবে। আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তথ্য দিয়ে আমাকে সহযোগীতা করবেন, আমিও আপনাদের পাশে থাকবো। ইতোমধ্যে আমরা আশাশুনি থানা এলাকার গুরুত্বপূর্ণ হাট, বাজার মোড়ে সিসি ক্যামেরা এবং রাত্রিকালিন নৈশ প্রহরীর ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। আশাশুনির বিভিন্ন প্রবেশ পথগুলো নির্নয় করে চেক পোস্টের মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করছি। এখানে সব শ্রেণি পেশার মানুষের বসবাস। আমরা চাই সকলে মিলে মিশে বসবাস করবে। কিন্তু শান্তি প্রিয় থানা এলাকায় কেউ কোন অশান্তি করার চেষ্টা করলে তাদেরকে এলাকা ছেড়ে অন্যত্র যেতে হবে। আশাশুনির ৯০% মানুষ শান্তি প্রিয়। দুই এক জন দূষ্কৃতিকারী ব্যক্তির জন্য আশাশুনিকে অশান্ত হতে দেওয়া হবে না। আমার সরলতাকে কেউ আমার দুর্বলতা ভাববেন না। সরলতা একটি পারিবারিক শিক্ষা। তিনি আরও বলেন, বিগত দিনে আমি আশাশুনিতে কর্মরত থাকা কালিন শান্তিপূর্ণ এবং সুষ্ঠ ভাবে একটি নির্বাচন উপহার দিয়েছি। আগামীতে আপনাদের সহযোগীতায় জাতীয় সংসদ নির্বাচন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করবো। এছাড়া আশাশুনি থানা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজীসহ সকল অপরাধ মূলক কর্মকান্ড নির্মুল করবেন বলে তিনি দৃঢ়ভাবে জানান। তিনি সাধারণ মানুষকে কোন দালাল বা সুপারিশ ছাড়াই থানায় যাওয়ার অনুরোধ জানান। মত বিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান মুকুল শিকারী, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাবেক সভাপতি জি এম আল ফারুক, সাবেক সিনিয়র সহ সভাপতি আলী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, কোষাধক্ষ এম এম নুর আলম, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বিলালী, সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন, গোলাম মোস্তফা, বোরহান উদ্দীন বুলু, জাকির হোসেন, জগদীশ চন্দ্র সানা, ইলিয়াস মোল্যা, শেখ বাদশা, ফয়জুল কবীর, শাহজাহান হাবিব, বাহবুল হাসনাইন, শেখ ইয়াছিন আরাফাত প্রমুখ।
Please follow and like us: