আশাশুনিতে দিবালোকে গ্রীল কেটে শিক্ষক দম্পত্তির বাড়িতে চুরি
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকড়াবাদ গ্রামে দিবালোকে শিক্ষকের বাড়িতে গ্রীল ও দরজা ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) ফকরাবাদ গ্রামে মেইন সড়কের পপাশে শিক্ষক দম্পত্তির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবু সাদেক ও ফকরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা পারভিন জানান, তারা প্রতিদিনের মতো সকালে স্কুলে চলে যান। দুপুর ২ টার দিকে সেলিনা পারভিন টিফিনে বাড়িতে এসে দেখেন বাড়ি লন্ডভন্ড করে সবকিছু নিয়ে গেছে। তিনি সাথে সাথে তার স্বামীকে খবর দেন। জানতে পেরে এলাকার শত শত মানুষ তাদের বাড়িতে ভিড় জমায়। চোরেরা তাদের বাড়ি থেকে ১ জোড়া স্বর্ণের কানের দুল, একটি বড় চেইন, ২টা রুলি, দুইটা নুপুর সহ আনুমানিক আড়াই লক্ষ টাকার স্বর্ণালংকার এবং নগদ বিশ হাজার টাকা নিয়ে গেছে।
আশাশুনি থানার এসআই আব্দুস সালাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল । উল্লেখ্য, ২০২২ সালে একইভাবে তাদোর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল।
Please follow and like us: