৫ টি এয়ার গান,১ টি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ডগুলি সহ তালার সুমন আটক
জহর হাসান সাগর:
বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি এয়ার গান, ০১ টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড তাজা গোলাসহ সাতক্ষীরা তালা উপজেলা মাগুরাডাঙ্গার আজাদ হোসেনের ছেলে সুমন আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে, শুক্রবার (০১ সেপ্টেম্বর ) অনুমানিক সকাল ১১ সময় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট হাসান মেহেদী এর নেতৃত্বে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন মুন্সীরহাট খাল সংলগ্ন বেইলী ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় খুলনা হতে পাথরঘাটাগামী একটি যাত্রীবাহী বাস (বিআরটিসি) তল্লাশী করে না এ সময় গাড়ির ভিতর থেকে থেকে০৫ টি অবৈধ এয়ারগান, ০১ টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড তাজা গোলা, ০১ বোতল বিদেশী মদসহ সুমন কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শেখ মোমিনুর ইসলাম (৩১) সাতক্ষীরা জেলার তালা থানাধীন মাগুরাডাঙ্গা গ্রামের বাসিন্দা।পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে কোস্ট গার্ডের আভিযানিক দল কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত অস্ত্র ও মাদক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা হতে নদীপথে লঞ্চযোগে রাজধানী ঢাকায় গমন করার উদ্দেশ্যে পাথরঘাটায় আনা হয়েছিলো।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোস্টগার্ডের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
Please follow and like us: