কসমেটিক সার্জারির জটিলতায় অভিনেত্রীর মৃত্যু
বিনোদন ডেস্ক:
শোবিজে গ্ল্যামার একটি অন্যতম বিষয়। আর আকর্ষণে বিশেষ করে অভিনয়শিল্পীরা কাটাছেঁড়া করেন অহরহই। অভিনয়শিল্পীদের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারির প্রবণতা বেশি দেখা যায়। সুন্দরের পরিবর্তে অনেক সময় হয় হিতে বিপরীত।
যেমনটা ঘটেছে আর্জেন্টিনার অভিনেত্রী সিলভিনা লুনার সঙ্গে। প্লাস্টিক সার্জারি করতে নিজের জীবনটা দিতে হলো এই জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও টিভি সঞ্চালককে।
গত ৩১ আগস্ট মারা গেছেন সিলভিনা লুনা। জানা গেছে, গত চারমাস ধরে তিনি নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।
দুটি কিডনিই বিকল হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসকেরা তার কিডনি প্রতিস্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু তাকে কোনোভাবেই কিডনি প্রতিস্থাপনের জন্য শারীরিকভাবে প্রস্তুত করে তোলা যাচ্ছিল না। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে চলেই গেলেন লুনা।
জানা গেছে, হাসপাতালে থাকা অবস্থায় কভিড আক্রান্তও হয়েছিলেন। লুনার আইনজীবী ফার্নান্দো বারল্যান্ডো তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, অভিনেত্রীর পরিবারের সম্মতিতেই তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে।
২০১১ সালে কসমেটিক সার্জারির জটিলতার কারণে কয়েক বছর ধরেই নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন লুনা। এসব জটিলতা থেকেই তার দুটি কিডনিই বিকল হয়ে যায়।
তার রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমেই কমে আসছিল। মাঝে কোভিড সংক্রমণ হওয়ায় তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়।