দেবহাটায় জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার প্রস্তুতি সভা
Post Views:
৪২৮
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড ক্রীড়া সমিতি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ উপস্থিত ছিলেন।