খাজরায় মুদি দোকানে ছাউনির টিন ভেঙে দুই লক্ষাধিক টাকা চুরি
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার খাজরায় মুদি দোকানের টিনের চাল ভেঙ্গে দু: সাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকাসহ দোকানের মালামাল নিয়ে গেছে। শনিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।
কাপসন্ডা গ্রামের মোসলেম সানার ছেলে আক্তারুল ইসলাম দীর্ঘদিন মুদি ব্যবসা করে আসছেন। আক্তারুল ইসলাম জানান, শনিবার সারাদিন কেনাবেচা শেষে ক্যাশ বাক্সে নগদ ৩০ হাজার টাকা এবং পারিশামারী গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর কোষাধ্যক্ষ হওয়ায় সমিতির কালেকশন ১ লক্ষ ৪০ হাজার টাকা দোকানে রেখে তিনি প্রতিদিনের ন্যায় রাতে কাকবাসিয়া মৎস্য ঘেরে চলে যাযন। রাতের কোন এক সময় চোরেরা দোকানের ছাউনি টিন ভেঙ্গে ভিতরে ঢুকে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা এক লক্ষ ৭০ হাজার টাকা এবং মুদি মালামাল নিয়ে যায়। সকালে দোকানে গিয়ে চুরির ঘটনা জানতে পারেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us: