বুধহাটা শিব ও কালী মন্দিরে দেওয়া হয়েছে শ্রীমদ্ভগবদগীতা!
আশাশুনি প্রতিনিধি:
বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরে গীতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে গীতা প্রদান করা হয়েছে। স্কুল কতৃপক্ষ বৃহস্পতিবার গীতা বিতরণ করেন।
স্কুলের ত্রিশজন ছাত্রছাত্রীকে গীতা প্রদান করেন, মন্দিরের পুরোহিত বিকাশ ব্যানার্জী, সাবেক অধ্যক্ষ চিত্ত রঞ্জন ঘোষ, সুপদ সরকার, মন্দিরের সভাপতি সচ্চিদানন্দদে সদয়, সাধারণ সম্পাদক অজয় পাইন, আশাশুনি সরকারী কলেজের রসায়ন বিভাগের প্রধান সজল আঢ্য, বিশিষ্ট ব্যবসায়ী বিভাস দেবনাথ, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ বলবাম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী অনাঙ্গ সরদার, বিশ্বনাথ মন্ডল, শিক্ষক বিরেন দাস, শিক্ষক বিশ্ব রঞ্জন মন্ডল, পুরোহিত সূভাষ চক্রবর্তী, সুমল চন্দ্র দাস, গৌতম ব্যানার্জী, সঞ্জয় দেবনাথ, দেবাশীষ কর্মকার প্রমুখ।
Please follow and like us: