সাতক্ষীরার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় সন্দীপ মন্ডল নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে শ্যামনগর থানার হরিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সন্দীপ মন্ডল কালিগঞ্জ থানার রবীন্দ্র নাথ মন্ডলের ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব জানান, সাজাপ্রাপ্ত আসামি সন্দীপ মন্ডল সাতক্ষীরা জেলার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ খুলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করছিলেম। ২০১৬ সালে তাকে বিপুল পরিমাণ ফেনডিলসহ কেএমপি খুলনার সোনাডাঙ্গা পুলিশ গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে ঐ থানায় একটি মাদক মামলা রুজু হয়।
মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত সন্দীপ মন্ডলকে যাবজ্জীবন সাজাসহ ১০ হাজার টাকা জরিমানা করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। পরবর্তীতে র্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে র্যাব-৬, সাতক্ষীরা ও র্যাব-৩, সিপিএসসি ঢাকা একটি যৌথ অপারেশন চালিয়ে সাতক্ষীরার শ্যামনগরের হরিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।