সাপের ছোবলে মৃত্যু: ডাক্তার মৃত বললেও চলছে ঝাড়-ফুঁক
নিউজ ডেস্কঃ
জামালপুরের সরিষাবাড়ীর আওনা ইউনিয়নে সাপের ছোবলে ছানোয়ার নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বিষয়টি ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষণা করলেও স্থানীয়ভাবে ঝাড়-ফুঁক চলছে।
ইউপি সদস্য হোসাইন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোর ছানোয়ার সাতপোয়া ইউনিয়নের আদ্রার চর গ্রামের আবুল কালামের ছেলে এবং আওনা ইউনিয়নের স্থল গ্রামের মৃত কালু মিয়া নাতি। তারা নানা বাড়িতেই বসবাস করেন।
ছানোয়ার মা সাজেদা জানান, তার দুই ছেলে নিয়ে আওনা ইউনিয়নের স্থল গ্রামে বাবা মৃত কালু মিয়ার বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুই ভাই সাগর ও ছানোয়ার স্থল পূর্বপাড়া বিলে রোপা ধানক্ষেতে আলোর সাহায্যে মাছ মারতে যায়। একপর্যায়ে সাপ ছানোয়ারের ডান পায়ে ছোবল মারে।
তাৎক্ষণিকভাবে রাত প্রায় ১টার দিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষার নিরীক্ষা পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ রির্পোট লেখা পর্যন্ত ওঝা দিয়ে ঝাড়-ফুঁক ও কবিরাজি চিকিৎসা অব্যাহত চলছিল।
Please follow and like us: