তালার অর্পিতা ধর্ষণ ও হত্যা মামলার আসামীরা ১৬ দিনেও গ্রেপ্তার হয়নি
রঘুনাথ খাঁ:
গৃহবধুকে ধর্ষণের পর পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় সুদখোর খালেক সরদার ও তার
সহযোগী দবিরউদ্দিন মোড়লকে ১৬ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অভিযোগ মামলার তদন্তকারি কর্মকর্তা পাটকেলঘাটা থানার উপপরিদর্শক জ্যের্তিময় মন্ডল মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে অপচেষ্টা চালাচ্ছেন।
ঘটনার বিবরনে জানা যায়, পাটকেলঘাটা থানাধীন টিকারামপুর গ্রামের নৈমদ্দিন মোড়লের ছেলে দবিরউদ্দিন মোড়লের কাছ থেকে জমি লীজ বাবদ বকেয়া ৫০ হাজার টাকা ও একই গ্রামের আব্দুল
আজিজ সরদারের ছেলে আব্দুল খালেক কৈখালি গ্রামের স্কুল শিক্ষক পরিমল কুমার বাছাড়ের কাছে ছয় হাজার টাকা আদায়ের জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিলেন।
একপর্যায়ে ২৫ জুলাই ও ২ আগষ্ট খালেক পরিকল্পিকতভাবে পরিমল বাছাড়ের স্ত্রী অর্পিতা
বাছাড়কে দুই দফায় বাড়িতে পেলে ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি একটি কাগজে লিখে রাখে অর্পিতা। এ নিয়ে মামলার উদ্যোগ নিলে দবিরউদ্দিন মোড়ল খালেককে বাঁচানোর জন্য পরিমলের সঙ্গে
সখ্যতা রেখে সময় ক্ষেপন করে। একপর্যায়ে ১৪ আগষ্ট আদালতে মামলা হবে জানতে পেরে খালেক ও দবিরউদ্দিন কৌশলে ১৩ আগষ্ট দিবাগত রাতে অর্পিতা বাছাড়কে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে গণধর্ষণের পর দলুয়া খালের পানিতে ডুবিয়ে হত্যা করে লাশ পেয়ারা গাছের ডালে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্রচার দেয়। এ ঘটনায় পরিমল ধর্ষণ ও হত্যা মামলা করতে
চাইলে পুলিশের কথামত ধর্ষণ ও আত্মহত্যা মামলা রেকর্ড করা হয়।
এরপর থেকে মামলা তুলে নেওয়ার জন্য খালেক ও দবিরউদ্দিন বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছে। সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে অর্পিতাকে ধর্ষণের পরে হত্যার বিষয়টি প্রমাণিত হওয়ায় খালেক ও দবিরউদ্দিন মামলার তদন্তকারি কর্মকর্তার সঙ্গে সখ্যতা রেখে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে। এরই ধারাবাহিকততায় মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক জ্যের্তিময় মন্ডল বাদিকে থানায় ডেকে তার জামা খুলতে বলে
শরীরের বিভিন্ন স্থানের ভিডিও চিত্র ও স্থির চিত্র ধারণ করেন। তবে খালেক একটি অপরিচিত নাম্বার থেকে মঙ্গলবার বাদি পরিমল বাছারের মোবাইল ফোনে রিং দিয়ে অপর প্রান্ত থকে কথা শুনে
সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক জ্যৌর্তিময় মন্ডল জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে বাদির শরীরের বিভিন্ন অংশের ছবি তোলার কথা অস্বীকার না করেই তিনি বলেন, পরিমল পাল কি আপনাকে জানিয়েছে?