সাতক্ষীরায় শিশু অধিকার সুরক্ষায় রাইটস যশোরের প্রকল্প পরিচিতিসভা
রঘুনাথ খাঁ:
শিশু পাচার রোধ, উদ্ধার, পূর্ণবাসন, সুরক্সা ও পূণঃপাচার রোধে বর্তমান সরকারের পাশপাশি ইউনিসেফও কাজ করে যাচ্ছে। আমাদের নিজেদের স্বার্থে শিশুদের অধিকার রক্ষা করতে হবে। তাদের হাত দিয়েই ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বানানো হবে। পাচার হওয়া শিশু উদ্ধারের পর তারা যাতে আবারো ফিরে না যায় সেজন্য আমাদের কাজ করতে হবে।
মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানবাধিকার সংগঠণ রাইটস যশোর আয়োজিত শিশু পাচাররোধ, উদ্ধার, পূর্ণবাসন, সুরক্ষা সম্পর্কিত মুক্তি সাউথ এশিয়ান প্রকল্পের অবহিতকরণসভার প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর এসব কথা বলেন।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন, জেলা লিগাল এইডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সদর জ্যেষ্ঠ সহকারি জজ নাসিরউদ্দিন ফারাজি প্রমুখ।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক, সরকারি ও বেসরকারি সংগঠণের কর্মকর্তারা।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাদশা মিয়া।শিশু সুরক্ষায় রাইটস যশোর যশোরের ৫টি ও কলারোয়ার ৫টি ইউনিয়নে জনসচেতনাবৃদ্ধিতে চলতি বছরের এপ্রিল মাস থেকে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়। চার বছর ধরে তারা এ কাজ করবেন বলে জানান রাইটস যশোরের প্রকল্প পরিচালক। উন্মুক্ত আলোচনায় নারী ও শিশু পাচার মামলার ধীরগতি ছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।# সাতক্ষীরা প্রতিনিধি। তাংÑ ২৯.০৮.২৩ ছবি আছে।