লিটনের জ্বর ছাড়েনি, যারা থাকছেন তার বিকল্প!
স্পোর্টস ডেস্ক:
কাল থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। এবারে আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। মঙ্গলবার ২৯ (আগস্ট) আসরের একদিন আগেও দুশ্চিন্তা যেন কাটছে না বাংলাদেশ শিবিরে। জ্বরের কারণে এখনও শ্রীলংকায় যেতে পারেননি দলের নির্ভরযোগ্য ওপেনার লিটন দাস। এছাড়াও আসরের প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনও জ্বরে ভুগছেন লিটন। বর্তমানে ১০০ ডিগ্রি জ্বর আছে তার। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী দেশের একটি গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। জ্বর না কমলে আজকেও শ্রীলংকা যাওয়া হবে না জাতীয় দলের এই ওপেনারের।
বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ‘এশিয়া কাপের প্রথম ম্যাচে লিটনের খেলার সম্ভাবনা কম। সে যদি কাল যায়, তাহলে থাকে একদিন। এ অবস্থায় মাঠে নামা তার জন্য কঠিনই।’
এদিকে লিটনের ‘বিকল্প’ ছিলেন সাইফ হাসান। তিনি নাকি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এশিয়া কাপে আপাতত বাড়তি কোনো ক্রিকেটার পাঠাবে না বিসিবি।