ট্রলারের পাখায় পেঁচিয়ে গেল শাড়ি, বৃদ্ধার হাত বিচ্ছিন্ন
নিউজ ডেস্ত:
যাত্রীবাহী ট্রলারের পাখায় লেগে সাহারা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের চানপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সাহারা বেগম ওই এলাকার মৃত আব্দুর রশিদ ওরফে রসু মিয়ার স্ত্রী। স্বজন ও স্থানীয়রা আহত বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে রায়পুরার সদাগরকান্দি নৌ পথে আলেক মাঝি তার ট্রলারে যাত্রীসহ মালামাল পারাপার করে থাকেন। ওই ট্রলারের যাত্রী ছিলেন বৃদ্ধা সাহারা বেগম। বিকেলে অন্য যাত্রীদের সঙ্গে সদাগরকান্দি ঘাটে নামেন তিনি। এরপর পরনের বোরকাটি খুলে পাড়ে রেখে ট্রলারের পাখার কাছাকাছি দূরত্বে গোসল করছিলেন তিনি।
মাঝি তার দিকে খেয়াল না করেই ইঞ্জিন চালু করেন। এ সময় বৃদ্ধার শাড়ি পেঁচিয়ে গিয়ে বাম হাত কব্জির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে পাখার সঙ্গে লেগে যায়। ইঞ্জিনের শব্দে মাঝি ওই বৃদ্ধার চিৎকার শুনতে পাননি। পরে ট্রলার নিয়ে চলে যান তিনি। পরে আহত বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে তার স্বজনদের খবর দেন। স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাহারা বেগমকে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে এ ঘটনার পর ট্রলারের মাঝি আলেক মিয়াকে ফোন দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল সদাগরকান্দি ঘাটে আসেন তিনি। বিকেল সাড়ে ৫টায় রায়পুরা থানার এএসআই মাসুদ ও চানপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকারের উপস্থিতিতে ট্রলারের পাখা থেকে বৃদ্ধার শাড়ি ও বিচ্ছিন্ন হওয়া বাম হাত উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জানতে ট্রলারের মাঝি আলেক মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আহত বৃদ্ধার নাতি সগীর আহমেদ জানান, আমার নানি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনায় তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার জন্য (‘এ’ নেগেটিভ) রক্তের প্রয়োজন।
চানপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার জানান, ট্রলারের পাখার আঘাতে বৃদ্ধার বাম হাত বিচ্ছিন্ন এবং শরীরের অন্যান্য স্থানও থেঁতলে যায়। বৃদ্ধা সাহারাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রলারটি আমার হেফাজতে আছে।