সুন্দরবন থেকে ৩৫ কেজি হরিণের মাংস ও শিকারীদের ব্যবহৃত নৌকা উদ্ধার
শ্যামনগর প্রতিনিধি:
বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে ও সহকারী বন সংরক্ষকের তত্ত্বাবধানে শনিবার দিবাগত রাত আনুমানিক ৯টার সময় বন বিভাগের বিশেষ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংস ও শিকারীদের ব্যবহৃত নৌকা, হরিণের মাথা, চামড়া ও হরিণের পাসহ আনুসঙ্গিক মালপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলাম।
কাটেশ্বর বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
এসময় অভিযানে অংশ গ্রহণ করেন বুড়িগোয়ালিনী স্টেশন, কাটেশ্বর টহলফাঁড়ী, কলাগাছিয়া টহলফাঁড়ী, কোবাদক স্টেশন ও সিপিজির সদস্যগণ।
উদ্ধার কৃত হরিণে মাংস ইউ,ডি আর মামলা দিয়ে বিনষ্ট করা হবে। স্টেশন কর্মকর্তা বলেন বনবিভাগের টহল টিমের অবস্থান টেরপেয়ে শিকারীরা বনে রাতের আধারে ছটকে পড়েন। তবে আসামীদের শনাক্ত করতে পারলে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দেওয়া হবে।
Please follow and like us: