গেমিং অ্যাপের প্রচারণায় শাহরুখের মান্নাত ঘেরাও, পাহারায় পুলিশ
বিনোদন ডেস্ক:
বলিউড কিং শাহরুখ খান। গেমিং অ্যাপের প্রচারণার প্রতিবাদে মুম্বাইয়ে তার বাসভবন মান্নাতের সামনে বিক্ষোভ করেছে আনটাচ ইয়ুথ ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সদস্যরা।
শনিবার (২৬ আগস্ট) প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা জনপ্রিয় এই অভিনেতার বাসভবনের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। খবর ইয়ন নিউজের।
বিক্ষোভকারীদের ভাষ্য, জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের প্রচারে লিপ্ত রয়েছেন। যা যুব সমাজের বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তরুণদের বিপথগামী করে তুলছে। এছাড়া এই মুহূর্তে শাহরুখ খান এ২৩ গেমিং অ্যাপের মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে বেশ কয়েকটি প্ল্যাটফর্মে তাকে গেমিং অ্যাপটির হয়ে প্রচার করতে দেখা গেছে। মূলত এ কারণেই শনিবার দুপুরে সংস্থাটি শাহরুখ খানের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করে।
এদিকে বিক্ষোভকারীরা যাতে বিশৃঙ্খলা না করেন, এ জন্য মান্নাতের সামনে বড় অঙ্কের পুলিশ মোতায়েন করা হয়েছে।
Please follow and like us: