কলারোয়ায় ক্যান্সারসহ জঠিলরোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদানের চেক বিতরণ
Post Views:
২৮৪
কামরুল হাসান:
কলারোয়ায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিসসহ বিভিন্ন জঠিলরোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সেবা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রেগীদের মাঝে ওই আর্থিক সহায়তা প্রদান করা হয়। রবিবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ১৫ জন রোগী ও রোগীর পরিবারের হাতে চিকিৎসা সেবার্থে সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা ইসরাফিল হোসেন, ফিল্ড সুপারভাইজার(অতিরিক্ত দায়িত্ব) আমিনুর রহমান, অফিস সহকারী আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিকসহ সুধি ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২য় ও ৩ য় পর্যায়ে উপজেলায় ক্যান্সারসহ জঠিলরোগে আক্রান্ত ১৫ ব্যক্তির মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সাড়ে ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে জানা যায়।