ইউটি হেলথ সান আন্টোনিও থেকে নাহিন তুনাজ্জিনা রাদিত’র স্নাতকোত্তর ডিগ্রি অর্জন

নিজস্ব প্রতিনিধি :

ইউটি হেলথ সান আন্টোনিও থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন
ড. কর্ণেল রোকন ও রোটারি ক্লাব অফ অ্যালট্রুইস্টস্
ঢাকা’র চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজুর
কন্যা নাহিন তুনাজ্জিনা রাদিত। তার নানার নাম মীর এশরাক আলী ইসু মিয়া এবং তার বড় মামা
সাতক্ষীরার উন্নয়নের রুপকার গণমানুষের প্রাণপ্রিয় নেতা সাতক্ষীরা সদর-২ আসন থেকে বারবার
নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
নাহিন তুনাজ্জিনা রাদিত বলেন, 𝙂𝙪𝙖𝙧𝙞𝙣𝙤 𝘼𝙬𝙖𝙧𝙙 𝙛𝙤𝙧 𝘼𝙘𝙖𝙙𝙚𝙢𝙞𝙘𝙡𝙞𝙘 𝙚𝙣𝙘𝙚 𝙞𝙣 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙤𝙛 𝙎𝙘𝙞𝙚𝙣𝙘𝙚 𝙎𝙝. এটি হল সর্বোচ্চ ছাত্র স্বীকৃতি এবং ইউটি হেলথ সান আন্টোনিও গ্র্যাজুয়েট স্কুল অফ
বায়োমেডিকেল সায়েন্সেস’র দেওয়া সবচেয়ে দীর্ঘস্থায়ী পুরস্কার। মর্যাদাপূর্ণ প্রশংসা
একাডেমিক সাফল্য, গবেষণার দক্ষতা, নেতৃত্ব এবং ব্যস্ততার স্বীকৃতি। এই অসাধারণ সাফল্য অর্জনে
যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার পরামর্শদাতা ডা.
নাওমি সায়ার কাভাজোসকে তার নিরলস উৎসাহ এবং নির্দেশনার জন্য আমি তার কাছেও কৃতজ্ঞ। আমি
ইউটি হেলথ সান আন্টোনিও থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে করতে পেরে গর্বিত। আমার
পিতা-মাতা আত্মীয়-স্বজনদের দোয়া ও শিক্ষকদের দোয়া ও ভালবাসায় এ সাফল্য অর্জন করতে পেরেছি। আমি
বাংলাদেশের মা, মাটি ও মানুষের সেবায় কাজ করতে চায়। এজন্য সাতক্ষীরাসহ দেশবাসীর কাছে
আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন তিনি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)