তেল সংগ্রহে বালতি-মগ নিয়ে স্থানীয়দের হুড়োহুড়ি
নিউজ ডেস্ক:
কথায় আছে- ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। যশোরে একটি তেলবাহী ওয়াগান উল্টে গিয়ে তেল চুইয়ে পড়ছে তেল। এ সময় খবর পেয়ে বালতি-মগ নিয়ে তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে যশোরের সদর উপজেলার বানিয়ারগাতিতে এ ওয়াগানটির বগি উল্টে যাওয়ার পরপরই সেখানে স্থানীয়দের ভিড় লেগে যায়। উৎসুক এসব মানুষকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তাতে কাজ হচ্ছে না বলে জানান খুলনা অঞ্চল রেলওয়ের নির্বাহী প্রকৌশল গৌতম বিশ্বাস।
তিনি জানান, লাইনচ্যুত ওয়াগনটি থেকে প্রচুর পরিমাণে তেল পড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা অনেকেই সেই তেল সংগ্রহ করছেন। নানাভাবে বাধা দিয়েও তাদের থামানো সম্ভব হয়নি। তবে ওয়াগনটিতে কি পরিমাণ তেল ছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি বলে জানান রেলওয়ের ওই নির্বাহী প্রকৌশলী।
জানা গেছে, খুলনা থেকে তেল বোঝাই করে একটি ওয়াগান পার্বতীপুরের দিকে যাচ্ছিল। পথে ভোর ৪টার দিকে বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে ওয়াগানের একটি বগি উল্টে যায়। এতে খুলনার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে ওয়াগানের বগি উদ্ধারের পর বেলা সোয়া ১১টার দিকে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।