জেলায় নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মাহফিজুল ইসলাম আককাজ :
শোকাবহ আগস্টের শোকগাঁথাকে হৃদয়ে ধারণ করে নতুন প্রজন্মকে
দেশপ্রেমে উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার
বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমী
মিলনায়তনে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা
পারভীন রতœা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনে সংসদ সদস্য
নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান
আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ
আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক
সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক
লায়লা পারভীন সেঁজুতি, নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু,
সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আশেক-ই এলাহী, বিশিষ্ট কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু প্রমুখ।
শোকাবহ আগস্টের শোকগাঁথাকে হৃদয়ে ধারণ করে শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা
পর্যায়ে প্রায় শতাধিক অংশগ্রহণকারীদের মধ্যে দেশাত্মবোধক সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাংকন
প্রতিযোগিতা ও বিভিন্ন ইভেন্টে ৩৬ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় জেলা
আওয়ামী লীগের সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান
সঞ্চালনা করেন পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির
সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।