দেবহাটায় বীর নিবাস’র দরপত্রের লটারী
মোমিনুর রহমান:
বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মান প্রকল্প বীর নিবাস’র আওতায় দেবহাটায় সরকারি বাসভবন পাচ্ছেন আরও অন্তত ২৮টি মুক্তিযোদ্ধা পরিবার। বুধবার দেবহাটায় বীর নিবাস প্রকল্পের দরপত্রের লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লটারীর ড্র অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শোভন সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষসহ সংশ্লিষ্ট ঠিকাদাররা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্যায়ে সাতটি করে মোট ৪ টি প্যাকেজে এবার নির্মিত হবে ২৮টি বীর নিবাস। দাখিলকৃত দরপত্রের মধ্যে লটারীর মাধ্যমে কালীগঞ্জের এসআর ট্রেডিং, রাজারবাগান সাতক্ষীরার শিহাব এন্টারপ্রাইজ, কালীগঞ্জের শেখ ব্রিকস ও কাটিয়ার জয় ট্রেডার্স বীর নিবাস গুলো নির্মানের কাজ পেয়েছেন।