দেবহাটায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ওরিয়েন্টেশন সভা
Post Views:
৩৫৫
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হেলথ ব্রিগেডের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় বুধবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ ওরিয়েন্টেশন সভাটি অনুষ্ঠিত হয়। প্রকল্পের প্রাথমিক পর্যায়ে উপজেলায় কমিউনিটি ক্লিনিক গুলো সমৃদ্ধকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষকে কমিউনিটি ক্লিনিকমুখী করতে কাজ করছে সংস্থাটি। ওরিয়েন্টেশন সভায় আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। এসময় দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, পরিবার পরিকল্পনা অফিসার পলাশ দত্ত, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাধন, হেলথ ইন্সপেক্টর আব্দুল্যাহ গাজি প্রমুখ, প্রকল্প সমন্বয়কারি ডা. জি এম ইমতিয়াজ আহমেদ, প্রকল্প অফিসার আলমগীর হোসেন, হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীন, রবিউল ইসলাম, ফজলুল হকসহ দাতা ও বাস্তবায়নকারি সংস্থার বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।