শ্যামনগরে মশা নিধন স্প্রে করায় প্রাথমিক বিদ্যালয় ৬জন শিক্ষার্থী অসুস্থ
রঘুনাথ খাঁ:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চলাকালীন মশা নিধন স্প্রে করায় ৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে।
শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে স্কুল চলাকালীন সময়ে মশা নিধন স্প্রে করার কারণে এর গন্ধে ৬ জন শিক্ষার্থী শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিক্ষক ও অভিভাবক বৃন্দ। ৬জন শিক্ষার্থীদের মধ্যে চারজন বেশি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীরা হলো, বংশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ইশিতা সাহা( ৯), চতুর্থ শ্রেণির ছাত্র ইশরাক হোসেন (১০), চতুর্থ শ্রেণির ছাত্রী সুরাইয়া (১০), তৃতীয় শ্রেণির ছাত্রী রিমা (৯), চতুর্থ শ্রেণির ছাত্রী তৈয়েবা (১০) ও চতুর্থ শ্রেণির ছাত্রী মারিয়া (১০)।
অসুস্থ ছাত্র-ছাত্রীরা বলে, স্প্রে করার কারণে আমাদের শ্বাসকষ্ট শুরু হয়। আমরা খুব ভয় পেয়েছিলাম। অভিভাবকরা বলেন, স্কুল চলাকালীন সময়ে স্প্রে করাটা ঠিক হয়নি। একজন বাচ্চা মারা গেলে দায় কে নেবে? শিক্ষকদের উচিত ছিল স্কুল ছুটি হওয়ার পর স্প্রে করা। স্থানীয় বাসিন্দরা বলেন, শিক্ষকদের কোন জ্ঞান আছে? বাচ্চাদের ক্লাসে রেখে মশা নিধনের স্প্রে কেউ করে?
শ্যামনগর শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, গ্যাসের গন্ধের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছিল। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছে, সবাই বাড়িতে চলে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদনমোহন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ও শিক্ষা অফিসারের অনুমতিতে এ মশা নিধন স্প্রে করা হয়। স্প্রে করার ৩০ মিনিট পরে বাচ্চাদের ক্লাসে উঠানো হয়। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে এবং আমরা সাথে সাথে তাদেরকে শ্যামনগর হসপিটালে নিয়ে চিকিৎসা করাই। তারা সবাই এখন সুস্থ আছে।
শ্যামনগরের ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন হোসেন বলেন, তিনি বিষয় টি শুনেছেন। বাচ্চারা এখন সুস্থ আছে। শিক্ষকদের কোন দায়িত্বে অবহেলা আছে কি না সেটা শিক্ষকদের সাথে কথা বললে যানা যাবে। উর্ধ্বতন কর্মকর্তারা আসার কারণে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারিনি।# সাতক্ষীরা প্রতিনিধি। তাং-২২.০৮.২৩ ছবি আছে।
Please follow and like us: