বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ ও যৌন সহিংসতা প্রতিরোধে সভা
মোমিনুর রহমান:
দেবহাটায় বাল্য বিবাহ, জোরপূর্বক বিবাহ ও যৌন সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়। উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহায়তায় এ সভায় মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুল হক, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সখিপুরের প্যানেল চেয়ারম্যান নির্মল মন্ডল, নওয়াপাড়ার প্যানেল চেয়ারম্যান আসমাতুল্যাহ গাজী, ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট অফিসার আবু ইমরান, এসসিএফ মোরাদুল হক, এসএফ রাকিব হাসান ও ইরানী আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, ম্যারেজ রেজিস্ট্রার, পুরোহিত, এনজিও কর্মী উপস্থিত ছিলেন।