সাতক্ষীরায় মাদকাসক্ত যুবকের অত্যাচারে একটি পরিবার অতিষ্ঠ, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার:
স্বামী বাড়িতে না থাকার সুযোগে স্ত্রীর ঘরে দরজা এসে ধাক্কা দেওয়া, মোবাইলে ছবি ধারন করা আজেবাজে কথা বলা সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে চলেছে এক মাদকাসক্ত যুবক। তার অত্যাচারে এলাকাবাসি অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ঘটনায় ভুক্তভুগির স্বামীর সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মৃত শাহাজান মল্লিকের ছেলে জাহাঙ্গির আলম জানান, আমি বিকাশ কোম্পানিতে চাকুরি করি প্রায় সময় আমাকে বাহিরে থাকতে হয়। আমার স্ত্রী বাড়িতে একা থাকে। স্ত্রী বাড়িতে একা থাকার সুয়োগে একই গ্রামের নুর উদ্দিনের ছেলে মাদকাসক্ত আরিফুল ইসলাম আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রীকে বিরক্ত করে। আমার স্ত্রী স্থানীয় দোকানে কেনাকাটা করতে গেলে মোবাইলে ছবি তুলে অশ্লিল অঙ্গভঙ্গি সহ আজেবাজে কথা বলে। তাছাড়া আমি বাড়িতে না থাকায় সুযোগ বুঝে আমার বাসায় যেয়ে দরাজা ধাক্কাধাক্কি করে। এসব কারনে আমার স্ত্রী ভয় পেয়ে তার তিন মাসের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। গত ১৭/০৮/২০২৩ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০ টায় সময় সে এসে আমার বাড়ির দরজা ধাক্কা দেয় আমি দরজা খুলে দেখি আরিফুল দাড়িয়ে আছে। এখানে আসার কারন জানতে চাইলে সে আমাকে গালিগালাজ করে মারধার করে চলে যায়। এ ঘটনাটি স্থানীয় গন্যমান্যরাসহ তাদের বাড়িতে গেলে আরিফুলের পিতাসহ অন্যরা বলে আমার ছেলে আমাদের কথা শোনে না আপনারা আইনের আশ্রয় নেন। মাদকাসক্ত আরিফুলের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ভুক্তভোগির স্বামী পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।