অবশেষে ডুমুরিয়ার শিশু তানিসা জখম মামলার আসামি মুছা পুলিশের খাঁচায় বন্দি
ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামের ৬ বছরের শিশু তানিসাকে কুপিয়ে জখমকারী আপন চাচা আবু মুছা গাজী (৩৫)কে অবশেষে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার সকালে বরুনা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
সরেজমিন যেয়ে ও এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, পারিবারিক কলহে আবু মুছা গাজী গত ৯ আগষ্ট সন্ধ্যায় তার আপন ভাই ও পাইপোদের ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া দেয়। তার ভয়ে সকলে দিকবিদিক ছোটাছুটি শুরু করলে হাতের কাছে তার আপন ভাই আল আমিন গাজীর ৬ বছরের শিশু তানিসাকে পেয়ে উপর্জিপরি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে এলাকাবাসী উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার ৬ দিন পরে ডুমুরিয়া থানায় মামলা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিল মুছা গাজী। এলাকাবাসী ও ডুমুরিয়া থানার পুলিশ সুত্রে জানা যায়, ভন্ড এ মুছা গাজী কখনও বিসিএস অফিসার, কখনও সাংবাদিক, কখনও এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছে। সে একাধিক বিয়ের নায়কও বলে জানা গেছে। মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই সুকান্ত কর্মকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নিজ বাড়ি থেকে এ ভন্ড প্রতারক মুছাকে গ্রেফতার করা হয়েছে।
Please follow and like us: