‘রোহিতের দল বিশ্বকাপ জেতার মতো নয়’
স্পোর্টস ডেস্ক:
বাইশ গজে ভারত-পাকিস্তানের লড়াই মানেই অন্যরকম উন্মাদনা। তবে রাজনৈতিক বৈরিতার কারণে এসিসি কিংবা আইসিসির ইভেন্ট ব্যতীত দু’দলের মুখোমুখি লড়াই চোখে পড়ে না। এজন্য এসব টুর্নামেন্টকে পাখির চোখ করে রাখেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।
চলতি বছরেই অন্তত চারবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তানের। তারমধ্যে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের গ্রুপ পর্বে একে অপরের বিরুদ্ধে লড়বে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি দল।
আগামী ২ সেপ্টেম্বর শ্রীলংকার পাল্লেকেলেতে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচের আগে অগ্রিম টিকিট নিয়ে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়ে গেছে সমর্থকদের মাঝে। এরপর আগামী ১৪ অক্টোবর ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে লড়াই করবে দল দু’টি।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতীয় দলকে খোঁচা দিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তার মতে, বিশ্বকাপ জেতার মতো ক্রিকেটার নেই রোহিত শর্মার হাতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে শোয়েব আখতার বলেন, ‘রোহিতকে দেখে প্রথম যে প্রশ্ন আমার মনে জাগে তা হল- ওর কি অধিনায়কত্বের দায়িত্ব নেওয়া উচিত ছিল? আমার মনে হয়, কোনো কোনো ক্ষেত্রে রোহিত খুব চাপে পড়ে যায়। তাই ওর অধিনায়কত্বেও ভুল হয়। বিরাট কোহলির সঙ্গেও এই একই ঘটনা ঘটত। সেই কারণে ওরা এখনও আইসিসি ট্রফি জিততে পারেনি।’
শোয়েবের মতে, ভারতীয় দলে কিছু ভাল ক্রিকেটার থাকলেও বিশ্বকাপ জেতার মতো দল রোহিতদের নয়। কারণ বিশ্বকাপ জেতার জন্য একটা এক্স ফ্যাক্টর দরকার হয়। সেটা ভারতের এই দলে নেই বলে মত পাকিস্তানের প্রাক্তন পেসারের।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত গতি তারকা বলেন, ‘রোহিতের দল বিশ্বকাপ জেতার মতো নয়। ওর মতো বা বিরাটের মতো ভাল ব্যাটার হয়তো দলে আছে কিন্তু বিশ্বকাপ জিততে এক্স ফ্যাক্টর লাগে। সেটা এই দলে নেই। রোহিত নিজের অধিনায়কত্ব দিয়ে সেই অভাব পূরণ করতে পারে কি না সেটাই দেখার।’