কুশখালীতে শোকাবহ আগস্টে হাজারো মানুষের ঢল
মাহফিজুল ইসলাম আককাজ :
শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের গাজী মোড় এলাকায় গাজী মোড়
মসজিদ কমিটির আয়োজনে সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম মোরশেদ’র সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“১৪টি ইউনিয়ন আর একটি পৌরসভা নিয়ে আমার সদর সংসদীয় আসন। আমি একটি সুন্দর নান্দনিক সাতক্ষীরার স্বপ্ন দেখি। সেলক্ষ্যে আমি ২০১৪ সালে নির্বাচিত হয়ে নিরলসভাবে
পরিশ্রম করে চলেছি। আমি যখন আমার সদর নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে কথা বলি তখন আল্লাহর রহমতে সদরসহ জেলার উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর সে লক্ষে কাজ চলছে।
জননেত্রী শেখ হাসিনা বলেছেন কোন মাটির রাস্তা থাকবেনা। তিনি আরো বলেন, আপনারা আমাকে
আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে মহান জাতীয় সংসদদে পাঠিয়েছেন। তাই আপনাদের সুখ-দুঃখে আপনাদের পাশে থাকার দায়িত্ব আমার। সব সময় আপনাদের কল্যাণে আমি কাজ করে চলেছি।শোকাবহ আগস্টে শহিদ জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবার ও শোকাবহ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতানী কুশখালী দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মো. নজরুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নুর মনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউছুফ আলম।
শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু
ও তাঁর পরিবারবর্গসহ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতানী কুশখালী দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মো. নজরুল ইসলাম।
এসময় দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার মুসুল্লী ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম